ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

গাংনীতে চিকিৎসার নামে কথিত ডাক্তারের অপচিকিৎসার শিকার সাধারণ রোগী

মেহেরপুর প্রতিনিধি | আপডেট: শুক্রবার, জুন ৩, ২০২২

গাংনীতে চিকিৎসার নামে কথিত ডাক্তারের অপচিকিৎসার শিকার সাধারণ রোগী
মেহেরপুরের গাংনী উপজেলার বালিয়া ঘাট গ্রামে সাধারণ রোগীদের সাথে চলছে প্রতারণা। চিকিৎসার নামে দেওয়া হচ্ছে অপচিকিৎসা। তারিন হোমিও ফার্মেসী বালিয়া ঘাট বামন্দি, কথিত ডাক্তার মোছাঃ সীমা আহমেদ, এর বিরুদ্ধে অপচিকিৎসার অভিযোগ উঠে এসেছে।সরেজমিনে তদন্ত করে দেখা গেছে  বিভিন্ন গ্রাম থেকে সাধারণ জনগণ তার কাছে চিকিৎসা নেওয়ার জন্য গেলে  সম্পূর্ণ হোমিও চিকিৎসা নীতির বহির্ভূতভাবে সে চিকিৎসা প্রদান করে থাকে, কথিত ডাক্তার সীমা আহমেদ এর দেওয়া ঔষধ সেবন করে রোগীদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি হচ্ছে। গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের হিজলবাড়ীয়া গ্রামের ভুক্তভোগী রওশানা বেগম, ধানখোলা ইউনিয়নের গাড়াডোব গ্রামের মুজাম, গাংনী শিশির পাড়ার আব্দুল বাকি, গাংনী পৌর এলাকার বাশবাড়ীয়া গ্রামের সোহেল রানা সহ অন্যান্য ভুক্তভোগী  রোগীরা শহরের বিভিন্ন ডাক্তারের সাথে কথা বলে বিষয়টি জানালে, গাংনী উপজেলার অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাঃ সেন্টু বলেন, হোমিও চিকিৎসার একটি নিয়ম আছে কথিত ডাক্তার সীমা আহমেদ যে ভাবে সাধারণ রোগীদের কে চিকিৎসা দিয়ে থাকে, এটা হোমিও নীতির সম্পূর্ণ  বহির্ভূত। চিকিৎসা খরচ বাবদ যে অর্থ নিয়ে থাকে তা সসম্পূর্ণ জনগণের উপরে এক ধরনের নিপীড়ন। গাংনী উপজেলা শহরের আর একজন চিকিৎসক ডাক্তার গোলাম কিবরিয়া বলেন, দীর্ঘদিন যাবৎ আমরা সীমা আহমেদের চিকিৎসার নামে অপচিকিৎসা দেখে আসছি, এতে চিকিৎসার প্রতি সাধারণ মানুষের বিরূপ মনোভাব তৈরি হবে কারণ তার চিকিৎসা সসম্পূর্ণ হোমিও নীতিমালা বহির্ভূত।

এ বিষয়ে গাংনী উপজেলা হোমিওপ্যাথিক চিকিৎসক কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক ডাঃ জাহাঙ্গীর আলম বলেন, হোমিওপ্যাথি চিকিৎসার একটি নীলিমালা আছে, এর বাইরে চিকিৎসা দেওয়ার কোন সুযোগ নেই। একই সাথে ৮-১০ টা ঔষধ দেওয়ারও কোন নিয়ম নেই।

গাংনী উপজেলা হোমিওপ্যাথিক চিকিৎসক কল্যাণ সংঘের সভাপতি বদর উদ্দিন বলেন, কথিত ডাক্তার সীমা আহমেদ এর বিরুদ্ধে রোগীদের অভিযোগ টি দীর্ঘদিন থেকে শোনা যাচ্ছে, স্থানীয় প্রশাসন সহ ঔসব প্রশাসন   প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আমি আশাবাদী।

ঔষধ প্রশাসন ও লাইসেন্স অথরিটি ড্রাগ সুপার বলেন, তারিন হোমিও ফার্মেসী নামে ঔষধ প্রশাসন এর তালিকাভুক্ত কোন ফার্মেসী নেই।

মেহেরপুর জেনারেল হসপিটালের হোমিও বিষয়ক চিকিৎসক বেলী বলেন, ঔষধ প্রশাসন ও স্থানীয় প্রশাসনের সাথে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাংনী উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা পারভেজ রাজার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কথিত হোমিও চিকিৎসক সীমা আহমেদ এর বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।