বাকেরগঞ্জে কেন্দ্রীয় যুব দলের নবগঠিত কমিটির আহবায়ক হিসেবে সুলতান সালাউদ্দিন টুকু ও সদেস্য সচিব হিসেবে মোনায়েম মুন্নাকে নির্বাচিত করায় অপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী খালেদা জিয়া ও তারুন্যর অহংকার তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। উপজেলা বি এন পির আহবায়ক এনায়েত হোসেন খান বিপুর নেতৃত্ব উপজেলা বি এন পি কার্যালয় থেকে অদ্য বিকাল ৪ টায় দীর্ঘ দিন পরে রাজপথে শতশত নেতাকর্মীদের উপচে পড়া আনন্দের জোয়ারে ভাসা এ মিছিলের আয়োজন থানা পুলিশের বাঁধায় থমকে গেলেও থেমে থাকেনি।
মূহুমুহু শ্লোগানে মুখরিত ছিলো ঘন্টাব্যপী, উৎসব মুখর পরিবেশে সবাইকে মিষ্টিমুখ ও ঘোষিত কমিটির সাফল্য কামনা করে দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।
এ সময় যুব দলের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহবায়ক আতিউর রহমান রোমান যুগ্ম আহবায়ক উজ্জ্বল খান, সদস্য সচিব রুবেল জমাদ্দার, সদস্য শামিম তালুকদার, সেচ্ছা সেবক দলের আহবায়ক সুমন খান, জেলা সেচ্ছা সেবক দলের তথ্য ও গবেষণা সম্পাদক জসিম উদ্দিন, জেলা জাতিয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহবায়ক শিমুল খান, যুগ্ন আহবায়ক তুহিন হাওলাদার, জেলা ছাত্র দলের সহ সভাপতি মোঃ লিটন মৃধা সহ উপজেলা ও পৌর বি এন পির যুব দল ও ছাত্র দলের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।