Can't found in the image content. বাকেরগঞ্জে তুলাতলী নদীতে বালুভর্তি বলগেট ডুবির ঘটনায়, উদ্ধার ৩ নিখোঁজ ১ একজন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

বাকেরগঞ্জে তুলাতলী নদীতে বালুভর্তি বলগেট ডুবির ঘটনায়, উদ্ধার ৩ নিখোঁজ ১ একজন

বাকেরগঞ্জ প্রতিনিধি | আপডেট: শুক্রবার, জুন ৩, ২০২২

বাকেরগঞ্জে  তুলাতলী নদীতে বালুভর্তি বলগেট ডুবির ঘটনায়, উদ্ধার ৩  নিখোঁজ ১ একজন
বরিশাল বাকেরগঞ্জ উপজেলার তুলাতলী নদীতে ২ জুন বৃহস্পতিবার সকাল ৯ টায় ড্রেজারের বালু ভর্তি বলগেট ডুবে একজন নিখোঁজ হয়েছে।

সূত্রে জানা  যায় বলগেট টিতে অতিরিক্ত বালু বহন করায় এই দুর্ঘটনা সংগঠিত হয়েছে বলে জানা যায়।

এসময় বলগেটে থাকা ৩ জন সাঁতর কেটে নদীর তীরে উঠতে পারলেও একজন ভীতরে ইঞ্জিন রুমে  থাকার  কারণে আটকে পরে  জায় এবং লোকটি নিখোঁজ হয়।

নিখোঁজ ব্যক্তির নাম মিলন,তিনি গারুড়িয়া ইউনিয়নের ডিঙ্গারহাট গ্রামের বাসিন্দা। 

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল নিখোঁজ লোকটিকে উদ্ধার কাজে নেমে যায়। 

এখবর লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল  তল্লাশি চালিয়ে বলগেট থেকে নিখোঁজ হওয়া লোকটিকে উদ্ধার করতে পারেনি।