Can't found in the image content. বাকেরগঞ্জে ডিবির হাতে ইয়াবাসহ ভুয়া সাংবাদিক আটক | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

বাকেরগঞ্জে ডিবির হাতে ইয়াবাসহ ভুয়া সাংবাদিক আটক

বাকেরগঞ্জ প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, জুন ২, ২০২২

বাকেরগঞ্জে ডিবির হাতে ইয়াবাসহ ভুয়া সাংবাদিক আটক
বরিশালের বাকেরগঞ্জ থেকে সাইদুর রহমান শাহীন (৩৫) নামে ইয়াবাসহ এক ভুয়া সাংবাদিকে আটক করেছে বরিশাল জেলা ডিবি পুলিশ।বুধবার (১ জুন) রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের দাওকাঠী গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬০ পিচ ইয়াবা ও সংবাদ বরিশাল ও সকালের বার্তা নামের দুটি প্রেস কার্ড উদ্ধার করা হয়।

 এ সময়ে অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা ডিবি পুলিশের এস.আই রাজীব দাস সনেট।

গ্রেপ্তারকৃত শাহীনকে বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করেন ডিবি পুলিশের এস.আই রাজীব দাস সনেট বাকেরগঞ্জ থানায় বাদী হয়ে শাহীন এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং - ৩/২২। আটক সাইদুর ঝালকাঠী জেলার নলছিটি থানার কুশাংগল গ্রামের আব্দুস সালামের পুত্র।