বরিশালের মুলাদীতে স্ত্রীর কাছ থেকে তালাকনামা পেয়ে শাশুড়িকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে জামাতার বিরুদ্ধে।
বুধবার (১ জুন) মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের ডিক্রীরচর গ্রামের প্যাদারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বুধবার দিনগত রাতে থানায় অভিযোগ দিয়েছেন শ্বশুর।
মারধরের শিকার বিউটি বেগমের স্বামী আতাহার সিকদার জানান, ডিক্রীরচর গ্রামের মৃত মোতাহার সিকদারের ছেলে ইব্রাহিম সিকদারের সঙ্গে ২০ বছর আগে বিয়ে হয় তাদের মেয়ে রুমানা বেগমের। মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ইব্রাহিমের অত্যাচারে অতিষ্ট হয়ে ৪ বছর আগে বিদেশে পাড়ি জমান রুমানা। দীর্ঘদিনেও স্বামীকে মাদক ব্যবসা ও সেবন থেকে ফেরাতে না পেরে ২ মাস আগে তাকে ডিভোর্স (তালাক) দেন তিনি।
আতাহার আরও জানান, বুধবার ইব্রাহিম ডিভোর্সের চিঠি হাতে পেয়ে ক্ষিপ্ত হন এবং শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি বিউটি বেগমকে পিটিয়ে গুরুতর আহত করেন। ওই সময় মাকে রক্ষা করতে গেলে রুবি নামে তাদের আরেক মেয়েকেও পিটিয়ে আহত করা হয়। আহতদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করে।
এই ঘটনায় আতাহার সিকদার ইব্রাহিম ও তার মা রেবেকা ভানুর বিরুদ্ধে মুলাদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সমীর কুমার দাস বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।