ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: সোমবার, সেপ্টেম্বর ৬, ২০২১
১৪৪
ধারা ভঙ্গ করে নোয়াখালীর
টাউন হলের মোড় থেকে
একটি মিছিল বের করে সংসদ
সদস্য একরামুল করিম চৌধুরীর সমর্থকরা।
আজ সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুর
পৌনে ১২টায় এ মিছিলটি বের
হয়। মিছিলের এক পর্যায়ে পুলিশ
বাধা দেয় ও লাঠিচার্জ
করলে ছত্রভঙ্গ হয়ে যান নেতা-কর্মীরা। এছাড়াও এমপি একরামের সমর্থনে
সুবর্ণচর উপজেলার চর জুবলীতে স্থানীয়
আওয়ামী লীগের উদ্যোগে আরেকটি সমাবেশের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য,
আজ সোমবার সকাল ১০টায় জেলা
আওয়ামী লীগ কার্যালয়ের সামনে
নোয়াখালী-৪ আসনের সংসদ
সদস্য একরামুল করিম চৌধুরী ও
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিহাব উদ্দিন শাহিন কর্তৃক সমাবেশ ও জনসভা করার
ঘোষণা দেন। একই সময়
নোয়াখালী পৌর সভায় আলোচনা
সভা ও শোভাযাত্রার ঘোষণা
দেন মেয়র সহিদ উল্লাহ
খান। এই পরিস্থিতিতে পৌর
এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রবিবার সন্ধ্যায় ১৪৪ ধারা জারির
ঘোষণা দেন জেলা ম্যাজিস্ট্রেট
মোহাম্মদ খোরশেদ আলম খান।