Can't found in the image content. বরিশালে বাণিজ্য মন্ত্রণালয় এর ই-বাণিজ্য করবো নিজের ব্যবসা গড়বো প্রকল্পের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান। | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

বরিশালে বাণিজ্য মন্ত্রণালয় এর ই-বাণিজ্য করবো নিজের ব্যবসা গড়বো প্রকল্পের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, জুন ২, ২০২২

বরিশালে বাণিজ্য মন্ত্রণালয় এর ই-বাণিজ্য করবো নিজের ব্যবসা গড়বো প্রকল্পের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান।
আজ ১ জুন বুধবার দুপুর ১২ টায় ই-বাণিজ্য করবো নিজের ব্যবসা গড়বো প্রকল্পের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত ই-বাণিজ্য করবো নিজের ব্যবসা গড়বো প্রকল্পের উদ্যোগে ১১ দিনব্যাপী ই-কমার্স প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাণিজ্য মন্ত্রণালয় এ. এইচ. এম. সফিকুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন সমন্বয়ক বরিশাল বিভাগ ই-বাণিজ্য করবো, নিজের ব্যবসা গড়বো প্রকল্প মোঃ সাইফুল্লাহ রেজাসহ প্রশিক্ষনার্থী ও প্রশিক্ষক বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা মধ্যমে প্রশিক্ষণের সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের ই-বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ের উপর দিক নির্দেশনা প্রদান করেন প্রধান অতিথি। পরে তিনি প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।