Can't found in the image content. ধর্মপাশায় এক্স-রে ক্লিনিকে তালা ঝুলালো ভ্রাম্যমান আদালত | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪ |

EN

ধর্মপাশায় এক্স-রে ক্লিনিকে তালা ঝুলালো ভ্রাম্যমান আদালত

ধর্মপাশা প্রতিনিধি | আপডেট: সোমবার, মে ৩০, ২০২২

ধর্মপাশায় এক্স-রে ক্লিনিকে তালা ঝুলালো ভ্রাম্যমান আদালত
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জননী এক্স-রে ক্লিনিক নামের একটি ক্লিনিকে তালা ঝুলিয়ে সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। 

রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এ ক্লিনিকে ভ্রাম্যামান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান। এ সময় ক্লিনিকের লাইসেন্সের মেয়াদ না থাকায় নগদ ৫ হাজার টাকা জরিমানা ও ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়। এছাড়াও পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বাজারে বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে নকল অসুধ জব্দ ও তা ধ্বংস করে ভ্রাম্যমান আদালত।