সুনামগঞ্জের মধ্যনগরে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে শোভাাযাত্রা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মধ্যনগর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্যোগে শনিবার দুপুরে শোভাযাত্রা করা হয়েছে। শোভাযাত্রা শেষে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের হল রুমে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। গর্ভকালীন, প্রসবকালীন, প্রসব পরবর্তী জরুরি সেবা, নবজাতকের অত্যাবশকীয় সেবা, প্রাতিষ্ঠানিক ডেলিভারির গুরুত্ব ও প্রয়োজনীয়তা পরিবার পরিকল্পনা পদ্ধতি সরবরাহ ও ব্যবহার করার গুরুত্ব বিষয়ে বিস্তারিত আলোচন করা হয়। এসময় উপস্থিত ২০ জন প্রসূতি মাকে গর্ভকালীন সেবা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যনগর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক অনুজ কান্তি সরকার, মধ্যনগর ইউপি সদস্য সুমন চন্দ্র বর্মন, মিডওয়াইফ, পরিবার কল্যাণ সহকারীগণ, পেইড পিয়ার ভলান্টিয়ারসহ আরো অনেকেই।