কুষ্টিয়ায় পৃথক নাশকতা পরিকল্পনার মামলায় বিএনপি ও শিবিরের ২৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর শুক্রবার বিকেলে তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুললে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
একাধিক সূত্রে জানা গেছে, মামলা দুটিতে সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে কুষ্টিয়া মডেল থানায়। কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক পলাশ হোসেনসহ ১৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মিরপুর থানায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশীদসহ ৬ নেতাকর্মী ও দৌলতপুর থানায় গ্রেফতার হয়েছেন ২ জন।
বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হলেও শুক্রবার বিকেলে মামলা ও গ্রেফতারের তথ্য নিশ্চিত করে পুলিশ।
কুষ্টিয়া মডেল থানার ওসি ছাব্বিরুল আলম বলেন, এসআই সঞ্জয় মণ্ডল বৃহস্পতিবার নাশকতা পরিকল্পনায় জড়িত ৩০ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, এসআই সুমন চ্যাটার্জির করা মামলায় বিএনপির ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
দৌলতপুর থানার ওসি জাবীদ হাসান জানান, এখানে গ্রেফতারকৃত দুইজনকে মিরপুরে করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।