Can't found in the image content. ইন্দুরকানীতে দূর পাল্লার পরিবহন বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৫ | ৩০ মাঘ ১৪৩১

EN

ইন্দুরকানীতে দূর পাল্লার পরিবহন বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

শাফিউল মিল্লাত, পিরোজপুর প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, মে ২৬, ২০২২

ইন্দুরকানীতে দূর পাল্লার পরিবহন বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
পিরোজপুরের ইন্দুরকানীতে দূর পাল্লার পরিবহন বন্ধ করে দেয়ায় মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (২৫মে) দুপুরে উপজেলার সর্বসাধারণের আয়োজনে উপজেলার ঘোষেরহাট বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, অনতিবিলম্বে দূর পাল্লার পরিবহন ছেড়ে দেয়া না হলে এ উপজেলায় চলাচলকারী লোকাল বাস, মিনিবাস, ইজিবাইক সহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হবে। 

বক্তারা আরো বলেন, পিরোজপুর বাস মালিক সমিতিরি একটি কুচক্রী মহল এ উপজেলায় দূর পাল্লার পরিবহন চলাচল বন্ধ করে দেয়। 

জানা যায়, গত ২১ মে ইন্দুরকানী উপজেলা থেকে চলাচলকারী দূর পাল্লার সকল পরিবহন বন্ধ করে দেয়া হয়। পরিবহন বন্ধ করে দেয়ায় ঢাকা, চট্টগ্রাম, ফেনী ও খুলানগামী সকল যাত্রীগণ চরম ভোগান্তিতে পড়েছে। এলাকাবাসীর দাবি জনস্বার্থে দ্রæত দূরপাল্লার পরিবহন চলাচল করার ব্যবস্থা হোক।

এ বিষয়ে পিরোজপুর জেলা বাস ও মিনিবাস সমিতির সাধারণ সম্পাদক বাবুল হালদার জানান, আমরা কোন পরিবহন চলাচলে বাধা দেইনি। পিরোজপুর জেলা গত কয়েকদিন সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র ও ডিসি অফিসের কর্মচারী নিহতের ঘটনায় বাস ভাংচুর সহ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তাই আমরা চালকদের বৈধ কাগজপত্র চেয়েছি। যারা বৈধ কাগজপত্র দিতে পারবে তারা গাড়ি চালাতে পারবে।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাগা, ইন্দুরকানী সদর ইউনিয়ন আ'লীগের সভাপতি মোঃ তোবারেক আলী হাওলাদার, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল সিকদার, জাতীয় পার্টি (জেপি) উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মোঃ রিয়াজ মাহমুদ, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান লাভলু প্রমুখ।