Can't found in the image content. পিরোজপুরে বাসের ধাক্কায় ৩ মোটর সাইকেল আরোহী গুরুতর আহত | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৫ | ৩০ মাঘ ১৪৩১

EN

পিরোজপুরে বাসের ধাক্কায় ৩ মোটর সাইকেল আরোহী গুরুতর আহত

শাফিউল মিল্লাত, পিরোজপুর প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, মে ২৬, ২০২২

পিরোজপুরে বাসের ধাক্কায় ৩ মোটর সাইকেল আরোহী গুরুতর আহত
পিরোজপুরে বাসের ধাক্কায় ৩ মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। বুধবার (২৫ মে) পিরোজপুর পৌর শহরের পুরাতন বাসষ্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে এ দূর্ঘটনা ঘটে।
 
দূর্ঘটনায় আহতরা হলেন,জেলার ভান্ডারিয়া উপজেলার রাধানগর গ্রামের মো.সত্তার মিয়ার ছেলে মো. কুদ্দুস (৪৬) একই গ্রামের আ: গনি হাওলাদারের ছেলে মো. জাকির হোসেন হাওলাদর (৫০) ও ভান্ডারিয়া উপজেলার নদমুল্লা গ্রামের মতিউর রহমানের কন্যা পিয়ারা বেগম (৫৮)। গুরুতর আহত কুদ্দুস ও জাকির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই দিন অনুমান সাড়ে ১১ টার দিকে শহরের পুরাতন বাসষ্ট্যান্ডের পেট্রোল পাম্পের সামনে বসে খুলনা গামী একটি বাস একই মোটর সাইকেলে থাকা ৩ জনকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের খুলনায় পাঠানো হয়। 

জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পল্লব সাহা বলেন, দুর্ঘটনায় আহত ৩ জন চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন। এদের মধ্যে দুই পুরুষ আরোহী গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।