পিরোজপুরে সড়ক দূর্ঘটনায় মো. এনামূল হক হাওলাদার (৭০) নামের এক সাবেক হিসাব রক্ষন কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি জেলার সদর উপজেলার কলাখালী ইউনিয়নের পুকুরিয়া গ্রামের মৃত মোফাজ উদ্দিনের ছেলে। তিনি পিরোজপুর জেলার হিসাব রক্ষন অফিসের অডিটর ছিলেন। তাকে চিকিৎসার জন্য খুলনা নেয়ার পথে মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যায় তার মৃত্যু হয়।
নিহতের জামাতা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. হাসানুল কবির লীন তার শ্বশুর মো. এনামুল হক হাওলাদারের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ‘ আমার ছেলে (নিহতের নাতি) কালেক্টর স্কুলের ছাত্র শেখ জুনাইদ আহম্মেদ ওই দিন বিকাল ৩টার দিকে নিজের বাই সাইকেলে করে স্কুল থেকে পৌর শহরের পাড়েরহাট সড়কের বাসায় ফেরার পথে আহত হয়। এ খবর শুনের আমার শশুর ও শ্বাশুড়ি আমার বাসার উদ্দেশ্যে আসেন। ওই দিন বিকাল সাড়ে ৪ দিকে তারা একটি অটো রিক্সায় করে আমার বাসার সামনে নামছিলেন। এ সময় পিছন থেকে আসা অন্য একটি অটো রিক্সা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যার দিকে বাগেরহাট জেলার কাটাখালী নামক স্থানে বসে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান জানান, এ বিষয়ে থানায় কোন তথ্য নাই। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।