সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের দয়ালপুর গ্রামে প্রধানমন্ত্রী কর্তৃক মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রদানকৃত ঘর পরিদর্শন ও উপকারভোগীদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে দয়ালপুর গ্রামের মধ্যবর্তী স্থানে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. মোকাররম হোসেন তালুকদার, উপকারভোগী রাশিদ মিয়া প্রমুখ। পরে উপকারভোগীদের মাঝে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবির, সাধারণ সম্পাদক বদরুল হুদা চৌধুরী রাসেলসহ আরো অনেকেই।