ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

আবহাওয়া স্বাভাবিক হওয়ায় ফুলবাড়ীতে কমেছে কাঁচা মরিচের দাম

মেহেদী হাসান, ফুলবাড়ী, দিনাজপুর | আপডেট: বুধবার, মে ২৫, ২০২২

আবহাওয়া স্বাভাবিক হওয়ায় ফুলবাড়ীতে কমেছে কাঁচা মরিচের দাম
দিনাজপুরের ফুলবাড়ীতে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়া সহ সরবরাহ বাড়ার কারনে,দুইদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে কমেছে ২০ থেকে ২৫ টাকা। 

গত দু'দিন আগেও যে কাঁচা মরিচ ৬৫ থেকে ৭৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল,সেই মরিচ বর্তমানে বিক্রি হচ্ছে প্রকার ভেদে ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে। এতে কেজিতে ২০ থেকে ২৫ টাকা কমেছে।

বাজার করতে আসা শাহিনুর ইসলাম নামে একজন ক্রেতা বলেন,বাজারে নিত্যপ্রয়োজনীয় অন্যন্য পণ্যের সাথে কাঁচা মরিচের দামও বেড়েছিল। দুদিন হলো  দাম কিছুটা কমেছে। তবে দাম বাড়ার কারন  হিসেবে তিনি ভারী বৃষ্টি পাতের কারনকেই মনে করছেন ।

হোটেল ব্যবসায়ী দুলাল চন্দ্র সাহা বলেন,তার হোটেলে প্রতিদিন প্রায় ৫ কেজির মতো কাঁচা মরিচ কিনতে হয়। কিন্তু দাম বাড়ার কারনে চাহিদা মেটাতে সমস্যা হচ্ছিল। তবে দাম কমে যাওয়ায় এখন চাহিদা মত কিনতে পারছি।

পৌর বাজারের সবজি বিক্রেতা শাহাজামাল বলেন, দেশি কাঁচা মরিচের দাম কমছে। একারণে পরতা না থাকায় ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বন্ধ রয়েছে। নওগাঁ ও বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলের উৎপাদিত কাঁচা মরিচ দিয়েই কয়েকদিন ধরে এ অঞ্চলের চাহিদা মিটছে। গত কয়েকদিন ধরে বিরূপ আবহাওয়ার  কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে আবহাওয়া কিছুটা ভালো হওয়ায় কৃষকরা ক্ষেত থেকে কাঁচা মরিচ তুলে বিক্রি করছেন। এতে সরবরাহ বেড়েছে, দামও কমতির দিকে রয়েছে।'

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাম্মৎ রুম্মান আক্তার জানান,এবছর এই উপজেলার ৫৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের মরিচ চাষআবাদ হয়েছে। প্রথম দিকে আবহাওয়া অনুকূলে থাকায় মরিচের আবাদ ও ফলন ভালো হয়েছে। এতে কৃষকরাও বেশ লাভবান হয়েছেন।