ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

কুষ্টিয়ায় বাস-পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

জেলা প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, মে ২৪, ২০২২

কুষ্টিয়ায় বাস-পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
কুষ্টিয়ার মিরপুরে বাস ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে লিটন (৪২) নামে এক চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন।

ভ্যানে থাকা আরও দুই যাত্রী। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া এলাকায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিটন পাখিভ্যানের চালক। তিনি মিরপুর উপজেলা আমলা ইউনিয়নের বিল আমলা এলাকার আবু তালেবের ছেলে।

মিরপুর থানার (ওসি) গোলাম মোস্তফা জানান, নিহত পাখিভ্যান চালক লিটন ভ্যানে করে যাত্রী নিয়ে মিরপুর বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।এমন সময় নওদাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে পাখিভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাখিভ্যান চালকের মৃত্যু হয়। এঘটনায় ঘাতক বাসটিকে আটক করলেও চালক মাসুদ পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় গুরুত্ব আহত হয়েছেন ভ্যানে থাকা দুই যাত্রী। তাদের স্থানীয় লোকজন  উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এদিকে বিশেষ একটি সূত্রে জানা গেছে এই ঘাতক বাস চালক মাসুদ সে শারীরিক প্রতিবন্ধী। তার বাড়ি মিরপুর উপজেলার মশান গ্রামে।

এর আগেও শুধুমাত্র কুষ্টিয়া-মেহেরপুর সড়কেই ১০টি দূঘটনা ঘটিয়েছেন। সড়কে তার খামখেয়ালিপনায় প্রাণ হারিয়েছেন অনেকেই। চালক মাসুদের খামখেয়ালিপনায় স্বজন হারা মানুষ গুলো দ্রুত আইনের আওতায় এনে ডাইভার মাসুদের বিচার দাবি করেছেন তাঁরা।