পিরোজপুরের নেছারাবাদে আওয়ামী লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছে। সোমবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ মাঠে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন, আউয়ালের অনুসারি শাহীন শুভ (২৫) ,সাজ্জাদ হোসেন (২৬), মো. আলিফ হোসেন (২৫) ,সিরাজুল ইসলাম (৩৬), এবং শ ম রেজাউল করিমের অনুসারি শহিদুল ইসলাম (৪০)।
আহত ব্যক্তিদের সূত্রে জানা গেছে, মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি সমর্থিত নেতাকর্মীদের উপজেলা পরিষদের মাঠে প্রবেশপথে বাধা দেয় জেলা আওয়ামীলীগের সভাপতি একেএমএ আউয়াল সমর্থিত নেতাকর্মীরা। এ সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে মারামারিতে জড়িয়ে পরে। এ সময় উভয় গ্রুপের ৫ জন আহত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন প্রধান অতিথি ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষে শক্তিশালী বাংলাদেশ আওয়ামীলীগ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতদিন পরিশ্রম করে যাচ্ছে আওয়ামীলীগ কে সুসংগঠিত করতে। তার ধারাবাহিকতায় জেলা ও উপজেলায় আওয়ামীলীগের সম্মেলন ও কমিটি করা হচ্ছে। তৃণমূল নেতাদের মূল্যায়ন করে কমিটি করতে হবে।
শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা, আওয়ামীলীগের বিকপ্ল আওয়ামীলীগ। উন্নয়নের ধারা চলমান রাখতে হলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তার জন্য তৃণমূল আওয়ামীলীগকে সুসংগঠিত করতে হবে।
আমি আজকের বর্ধিত সভায় প্রবেশপথে অনেক নেতাকর্মীকে দেখেছি ব্যক্তি নেতার নামে স্লোগান দিতে। কেউ কিন্তু বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নামে স্লোগান দেননি। এইসব থেকে বাহির হয়ে আসেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক কিছু চিন্তাভাবনা করে নৌকা মনোনীত প্রার্থী দেয়। সকলে শেখ হাসির সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচনে কাজ করতে হবে।
এ সময় তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেশপ্রেম, অসীম সাহস এবং আত্মবিশ্বাসের কারনে দক্ষিণাঞ্চলের মানুষ পেয়েছে পদ্মাসেতু। ড. ইউনুস, বিএনপি-জামায়াত পদ্মা সেতু নিয়ে শুরু থেকে অনেক ষড়যন্ত্র করেছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী থেকে থাকেনি। আজকে পদ্মা সেতু হয়ে গেছে। আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনা সরকার আবার নির্বাচিত হয়ে দেশের উন্নয়ন কাজ করে যাবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল, সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, সাবেক সংসদ সদস্য মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাস প্রমুখ।