পিরোজপুরের সদর উপজেলায় দরজা বন্ধ ঘরের মধ্যে থেকে রিক্তা সরকার (২১) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ মে) দুপুরে সদর উপজেলার মুক্তারকাঠি গ্রামের বাবার বাড়ি বন্ধ ঘর থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
নিহত রিক্তা সরকার পিরোজপুর সদর উপজেলার মুক্তারকাঠি গ্রামের বাবুল সরকারের মেয়ে।
নিহতের ভাই হৃদয় সরকার বলেন, দুপুর ১২ টার দিকে আমার বোনকে অনেক ডাকাডাকি করে কোন সারা শব্দ না পাওয়ায় তার থাকার ঘরের দরজা ভেঙে দেখি আমার বোন মাটিতে পরে আছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলেছেন বিষ খাওয়ার কারনে আমার বোনের মৃত্যু হতে পারে। চার বছর আগে খুলনার গোবিন্দ সাহার সাথে আমার বোনের বিয়ে হয় তার সাথে আমার বোনের খুব একটা ভালো সম্পর্ক ছিল না। স্বামীর সাথে ঝগড়া করে সে আত্মহত্যা করতে পারে।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. স্বাগত হালদার বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। ধারণা করা হচ্ছে পয়জন খাওয়ার কারনে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।