ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

পঞ্চগড়ে অভ্যন্তরীণ চাল ও ধান সংগ্রহ শুরু

জাবেদুর রহমান জাবেদ, তেতুলিয়া প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, মে ২৪, ২০২২

পঞ্চগড়ে অভ্যন্তরীণ চাল ও ধান সংগ্রহ শুরু
পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে অভ্যন্তরীন বোরো চাল ও ধান সংগ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে পঞ্চগড় সদর এলএসডি গুদামে চাল ও ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন  করেন সংদস সদস্য মজাহারুল হক প্রধান।

এসময়  সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক, জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল আলম খন্দকার, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহুরুল হক,পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম সহ চালকল মালিক ও চাষীরা উপস্থিত ছিলেন। 

জেলা খাদ্য বিভাগ জানান, সদর উপজেলায় ৪৭৮ মেট্রিকটন ধান প্রতি কেজি ২৭ টাকা দরে ও ৩ হাজার ৭ শ ৪৯ মেট্রিকটন  চাল প্রতি কেজি ৪০ দরে কেনা হবে।