তৃনমূল পর্যায়ে স্বচ্ছতা, জনসম্পৃক্ততা, জবাবদিহিতা নিশ্চিতকরণ ও জন অংশগ্রহনের মাধ্যমে স্থানীয় সরকারের টেকশই উন্নয়নের লক্ষে উপজেলার ২নং তিরনইহাট ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়।
রোববার সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে আনুষ্ঠানিক ভাবে প্রায় ১ কোটি ২৭ লক্ষ ৮৫ হাজার টাকার বাজেট পেশ করেন ইউপি চেয়ারম্যান আলমগীর হোসাইন। বাজেটে সব চেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে গ্রামীণ রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা ও ইমারত খাতে। এছাড়া শিক্ষা কর্মসুচী, সেচ ব্যবস্থা, স্বাস্থ্য ও পয়:নিস্কাশন, কৃষি খাতও গুরুত্ব পেয়েছে। বাজেট অনুষ্ঠানে ইউপি সচিব হারুন অর রশিদের সঞ্চালনায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আইয়ুব আলী, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, ফকিরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।