"ভূমি অফিসে না এসে,ডিজিটাল ভূমি সেবা গ্রহন" শির্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে সপ্তাহ ব্যাপি ভূমি সেবা সপ্তাহ পালন করা হচ্ছে।
উপলক্ষে পৌর ভূমি অফিস চত্বরে স্টল বসিয়েভূমি গ্রাহকদের বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে।
যা ১৯ মে থেকে শুরু হয়েছে ২৬মে পর্যন্ত চলবে।
এসময় উপস্থিত ছিলেন পৌর ভূমি কর্মকর্তা মো.আবুল হোসেন,উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার আতিউর রহমান,কাজিহাল ইউনিয়ন ভূমি কর্মকর্তা ফরহাদ হোসেন,ডাটা এন্ট্রি অপারেটর শাহান শাহ সোহান প্রমুখ।
এর আগে ১৯ মে সোমবার সকাল থেকে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়।
এসময় পৌর ভূমি কর্মকর্তা মো.আবুল হোসেন বলেন,ডিজিটাল সিস্টেম চালু করায় ভূমি অফিসের সার্বিক সেবার মান উন্নয়ন হয়েছে।এছাড়াও সাধারণ মানুষের হয়রানি কমে যাচ্ছে।
তিনি বলেন,ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে সপ্তাহ ব্যাপী ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে কৃষি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিষ্ট্রশন,ই-নামজারির আবেদন গ্রহণ সহ নানা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সেই সাথে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে সাধারণ জনগনকে সচেতন করা হচ্ছে।