জামালপুরে মাদকাসক্ত ছেলের হাতে নিহত হয়েছেন বাবা আব্দুর রশিদ (৬৫)।
শনিবার (২১ মে) দুপুরে সদর উপজেলার রশিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ রশিদপুর গ্রামের মৃত মহেস শেখের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মাদকের টাকার জন্য বাবা রশিদের প্রায়ই পেটাতেন ছোট ছেলে রুকন। শনিবার সকালে রুকন তার বাবার কাছে টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে রশিদকে বেধড়ক পেটান রুকন। একপর্যায়ে রশিদ গুরুতর আহত হয়ে পড়েন। পরে স্থানীয়রা জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. দেলোয়ার হোসেন বলেন, শনিবার বিকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুকনকে গ্রেফতার করে। থানায় নিয়ে আসার পথে রুকনের লোকজন পিকআপভ্যানে হামলা করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রুকনকে থানায় আনতে সক্ষম হয়।
তিনি বলেন, এ ঘটনায় নিহতের বড় ছেলে শিপন বাদী হয়ে একটি মামলা করেছেন। এছাড়া আসামি ছিনিয়ে চেষ্টার ঘটনায় আরও একটি মামলা করা হয়েছে।