মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমাদের ছেলে ও মেয়েদের ক্রীড়াঙ্গনে অনেক ভূমিকা রেখেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়া বান্ধব সরকার প্রধান। তিনি জেগে থাকেন বিধায় আমরা নির্বিঘ্নে ঘুমিয়ে থাকি। আমাদের ভাগ্য ভালো বিধায় আমরা এমন একজন রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে পেয়েছি।
আজ শনিবার (২১ মে) সকালে পিরোজপুর সদর উপজেলা প্রশাসন এর আয়োজনে জেলা স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী আরো বলেন, আমাদের সন্তানদের খেলাধুলার জন্য উৎসাহ ও অনুপ্রেরনা দিতে হবে। সুস্বাস্থ্য নিয়ে সফল একটি জাতি গঠনে ক্রীড়ার বিকল্প নাই। মাদক অপসংস্কৃতি থেকে সমাজকে দুরে রাখতে ক্রীড়ার কোন বিকল্প নাই। ক্রীড়া শক্তিকে আমরা যতটা বিকশিত করতে পারবো আমাদের ততটাই উন্নয়ন হবে। যারা আজ খেলায় অংশগ্রহন করেছ তোমরা নিজেদের অবস্থান ভালো করতে পারলে রাষ্ট্র তোমাদের পৃষ্ঠপোষকতা দেবে।
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। এ সময় বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় সাংস্কৃতিক, ক্রীড়াবিদ ও রাজনৈতিক অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলার প্রথম পর্বে সিকদার মল্লিক ইউনিয়নের বিপক্ষে শারিকতলা ইউনিয়ন অংশগ্রহণ করে এবং শেষ পর্বে দুর্গাপুর ইউনিয়নের বিপক্ষে শংকরপাশা ইউনিয়ন ও কলাখালি ইউনিয়নের বিপক্ষে কদমতলা ইউনিয়ন অংশগ্রহণ করবে। এই খেলায় পিরোজপুর সদর উপজেলার মোট ৭টি ইউনিয়ন অংশগ্রহণ করবে। আগামী ২৩ মে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।