পিরোজপুরের মঠবাড়িয়ায় বাস চাপায় মো. হারুন শেখ (৫৫) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় নিহতের ছেলে মোটর সাইকেল চালক মো. আহসান শেখ (৩৬) ও সাথে থাকা নাতি লিমন আহত হয়েছেন। শুক্রবার (২০ মে) উপজেলার চরখালী মঠবাড়িয়া সড়কের মুসুল্লিবাড়ি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। আহতদের পিরোজপুর জেলা হাসপাতালে প্রেরন করা হয়েছে।
নিহত হারুন শেখ জেলার সদর উপজেলার উত্তর রানীপুর গ্রামের মৃত আ: গফুর শেখের ছেলে। তিনি পিরোজপুর জেলা দায়রা জজ আদালতের অফিস সহায়ক পদে চাকুরী করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ওই দিন সকাল ১১টার দিকে নিহত হারুন তার ছেলের শ্বশুড় বাড়ি উপজেলার সাপলেজা থেকে পিরোজপুরের নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের এটি বাস (ঢাকা মেট্রো ব-১৪-৭২০২) তাদের চাপা দেয় । এতে ঘটনা স্থালেই হারুন শেখ নিহত হন এবং তার সাথে থাকা ছেলে ও নাতি গুরুতর আহত হন। এ সময় স্থানীয় ঘাতক বাসটি সহ এর চালক ও হেলপার নুরু (৫১) কে আটক করেন। আটককৃত চালক মাসুম (৪০) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়া গ্রামের এবং হেলপার নুরু ঝালকাঠী জেলার সদর উপজেলার ভাড়াখানা গ্রামে বাড়ি।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, ঘটনার পর তিনি সরজমিনে গিয়ে ঘাতক বাসটি সহ এর চালক ও হেলপারকে উদ্ধার করেছেন। এ ঘটনায় নিহতের পক্ষ থেকে এখনো কোন মামলা দায়ের হয় নি।