পিরোজপুরের মঠবাড়িয়ায় পানিতে ডুবে সিয়াম হোসনে (৪ বছর ৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯মে) দুপুরে উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের কালিরহাট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সিয়াম বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার জ্ঞানপাড়া গ্রামের আলী হোসেন এর ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শিশুটির বাবা-মা চট্টগ্রামে গার্মেন্টস এ চাকুরী করার কারনে সে মঠবাড়িয়া উপজেলার বেতমোর গ্রামের নানা মো. মুজিবুর রহমানের বাড়িতে থাকতো। ওই দিন দুপুরে শিশুটির নানা তাকে গোসল করিয়ে দিতে বাড়ির পুকুরে নিয়ে যান। তাকে গোসল করিয়ে ঘরে ফিরে যেতে বলেন। পরে নানা গোসল শেষ করে ঘরে ফিরে আসলে শিশুটির মামী জান্নাতী বেগম শিশুটির কথা জিজ্ঞাসা করেন। এ সময় শিশুটিকে খুঁজে না পাওয়া গেলে পুকুরে এসে শিশুটির জুতা ভাসতে দেখেন। পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে ইসিজির মাধ্যমে
পরীক্ষা করে তাকে মৃত্যু বলে নিশ্চিত হওয়া যায়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল বলেন, শিশুটির মৃত্যুর খবর শুনে সেখানে পুলিশ পাঠনো হয়েছে।
সেখানে যাওয়া থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. আমির হোসেন বলেন, শিশুটির পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তারপরও তার মৃত্যুর কারন নিশ্চিত হতে তাকে ময়না তদন্ত করা হচ্ছে'।