লক্ষ্মীপুরে মা ও শিশু কল্যাণ কেন্দ্র (মাতৃমঙ্গল) হাসপাতাল থেকে বের করে দেয়া হলো এক অসুস্থ প্রসূতি মাকে। হাসপাতাল থেকে তাকে বের করে দেয়ার সাথে সাথেই রাস্তায় ওই নারীর সন্তান প্রসব ঘটে। এঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট তদন্ত একটি কমিটি গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে লক্মীপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত বুধবার (১৮ মে) রাতেই পরিবার পরিকল্পনা বিভাগের জেলা কনসালটেন্ট ডা. আক্তার হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জানা যায় কমিটির অন্যরা হলেন- সদর উপজেলা পরিবার ও পরিকল্পনা বিভাগের কর্মকর্তা নাজমুল হাসান ও কমলনগর উপজেলার কর্মকর্তা সৈয়দ মোজাম্মেল হোসেন। আগামি তিন কর্ম দিবসের মধ্যেই তাদের তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়।
উক্ত তদন্ত কমিটির প্রধান ডা. আক্তার হোসেন বলেন, আমি চিঠি পেয়েছি। এবিষয়ে ভুক্তভোগী ও অভিযুক্তদের ও চিঠি পাঠানো হবে। আগামি তিন কর্ম দিবসের মধ্যেই এই ঘটনার সুষ্ঠুভাবে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া হবে।
সূত্র জানায় গতকাল বুধবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদের জোড়দিঘিরপাড় এলাকার আজগর হোসেনের স্ত্রী শিল্পী আক্তারকে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি করা হয়। সন্ধ্যা তার প্রচন্ড প্রসব ব্যথা উঠলে সেখানকার আয়া শিরিন আক্তার তাদের বাইরে নিয়ে সিজার করতে জোর চাপ দেন। এক পর্যায়ে তাকে জোর করে হাসপাতাল টেনে হিচড়ে বের করে দেন। পরে ওই প্রসূতি হাসপাতালের সামনের রাস্তায় পড়ে জান ও প্রসব ব্যথায় হাসপাতালের সামনে রাস্তায় পড়ে জান এবং তিনি সেখানেই বাচ্চা প্রসব করেন।