পিরোজপুরের মঠবাড়িয়ায় বাস চাপায় বাস চাপায় মো. মিলন হাওলাদার (১৭) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মে) সকালে উপজেলার মাঝের পুল নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত মিলন উপজেলার তুষখালী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ও উপজেলার মিঠাখালী গ্রামের মো. রুহুল আমীন হাওলাদারের ছেলে। স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করে অগ্নি সংযোগ করেন।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন সকাল পৌনে ১০টার দিকে ওই কলেজ ছাত্র তার নিজ বাড়ি থেকে কলেজে যাচ্ছিলো। এ সময় উপজেলার গুদিকাটা ও মাঝের পুল এর মাঝামাঝি লোকমান খানের বাড়ির কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে ঢাকা থেকে ছেড়ে আসা রোহান পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনা স্থালেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুুরুল ইসলাম বাদল ওই কলেজ ছাত্রের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের কাজ চলছে। ঘাতক বাসটির চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।