Can't found in the image content. মঠবাড়িয়ায় বাস চাপায় কলেজ ছাত্রের মৃত্যু | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৫ |

EN

মঠবাড়িয়ায় বাস চাপায় কলেজ ছাত্রের মৃত্যু

শাফিউল মিল্লাত, পিরোজপুর প্রতিনিধি | আপডেট: বুধবার, মে ১৮, ২০২২

মঠবাড়িয়ায় বাস চাপায় কলেজ ছাত্রের মৃত্যু
পিরোজপুরের মঠবাড়িয়ায় বাস চাপায় বাস চাপায় মো. মিলন হাওলাদার (১৭) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মে) সকালে উপজেলার মাঝের পুল নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত মিলন উপজেলার তুষখালী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ও উপজেলার মিঠাখালী গ্রামের মো. রুহুল আমীন হাওলাদারের ছেলে। স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করে অগ্নি সংযোগ করেন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন সকাল পৌনে ১০টার দিকে ওই কলেজ ছাত্র তার নিজ বাড়ি থেকে কলেজে যাচ্ছিলো। এ সময় উপজেলার গুদিকাটা ও মাঝের পুল এর মাঝামাঝি লোকমান খানের বাড়ির কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে ঢাকা থেকে ছেড়ে  আসা রোহান পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে  ঘটনা স্থালেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুুরুল ইসলাম বাদল ওই কলেজ ছাত্রের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান,  মরদেহ উদ্ধারের কাজ চলছে। ঘাতক বাসটির চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।