নিজস্ব প্রতিবেদক | আপডেট: বুধবার, মে ১৮, ২০২২
পিরোজপুরের মঠবাড়িয়ায় গুদিঘাটা নামক স্থানে রোহান পরিবহনের ধাক্কায় কলেজছাত্র মিলন(১৮) নিহত হয়েছে। আজ সকাল আনুমানিক ১০ টায় এ ঘটনা ঘটে। মিলন বাড়ি থেকে বের হয়ে মঠবাড়িয়া-তুষখালী মহাসড়ক দিয়ে কলেজে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, মিলন রাস্তার পাশ দিয়ে হেটে কলেজে যাচ্ছিল এমত অবস্থায় চট্টগ্রাম থেকে মঠবাড়িয়া গামী রোহান পরিবহন পিছন থেকে এসে জোর গতিতে ধাক্কা দেয়। এতে করে মিলনের মাথা চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মিলনের। উত্তর মিঠাখালী নিবাসী রুহুল হাওলাদারের ছেলে মিলন। দুর্ঘটনার খবর শুনে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িটিকে জব্দ করে।
এই দুর্ঘটনা ঘটার প্রেক্ষিতে মঠবাড়িয়া-তুষখালী মহাসড়কে বিক্ষোভ অবরোধ করছে মিলনের কলেজ সহপাঠীরা।
জানতে চাইলে মিলনের এক সহপাঠী বলেন, মিলন আমাদের সহপাঠী আজকে সকালে ওর সাথে কথা হয়েছে। ওর এমন মৃত্যু আমরা কখনই মেনে নেব না। মিলনকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকারীদের ফাঁসি চাই। প্রশাসনের কাছে আমাদের জোর দাবি, আপনারা এই ঘটনার উপযুক্ত বিচার করুন। না হয় ছাত্রসমাজ বসে থাকবে না।
মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ জানান, আমরা গাড়িটিকে জব্দ করেছে এবং উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।