Can't found in the image content. ময়মনসিংহে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ময়মনসিংহে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

জেলা প্রতিনিধি | আপডেট: বুধবার, মে ১৮, ২০২২

ময়মনসিংহে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ময়মনসিংহে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৭ মে) সকালে টাউন হল প্রাঙ্গনে অস্থায়ী বেদীতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। 

এছাড়াও যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনসমূহ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ্যতা ও দীর্ঘায়ূ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

পরে সেখানে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিলা সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, জেলা পরিষদের প্রশাসক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সহ সভাপতি অ্যাডভোকেট অ্যাডভোকেট কবির উদ্দিন ভুইয়া, মোমতাজ উদ্দিন মন্তা, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুছ, শওকত জাহান মুকুল।

এসময় সাংগঠনিক সম্পাদক আহমদ আলী আকন্দ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজ বাসার ভাষাণী, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আইনুল হক, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার মো. রাহাত খান, শাহ শওকত ওসমান লিটন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট এ বি এম নূরুজ্জামান খোকন, জেলা ছাত্র লীগের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক হুমায়ূন কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।