Can't found in the image content. মধ্যনগরে প্রতিবন্ধি নারীর ভাসমান লাশ উদ্ধার | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪ |

EN

মধ্যনগরে প্রতিবন্ধি নারীর ভাসমান লাশ উদ্ধার

ধর্মপাশা প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, মে ১৭, ২০২২

মধ্যনগরে প্রতিবন্ধি নারীর ভাসমান লাশ উদ্ধার
সুনামগঞ্জ জেলার নব গঠিত মধ্যনগর উপজেলার সদর বাজারের দক্ষিণ পার্শ্বে ঠাকুরাকোণা ট্রলারঘাটে পানিতে ভাসমান অবস্থায় মানসিক প্রতিবন্ধী (৩০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে মধ্যনগর থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৬ মে) সকাল ৮ টার দিকে স্থানীয় লোকজন ভাসমান অবস্থায় মধ্যনগর বাজারের ঠাকুরকোণা ট্রলার ঘাটে উবদাখালী নদীতে একটি মরদেহ পানিতে দেখতে পায়। পরে স্থানীয় লোকজন মধ্যনগর থানা পুলিশ কে খবর দিলে পুলিশ এসে ওই মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। আরো জানা যায় ওই নারী দীর্ঘদিন ধরে মধ্যনগর বাজারে ঘুরাঘুরি করতো এবং সেখানেই থাকতো।

মধ্যনগর থানার ওসি জাহিদুল হক জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই মরদেহটি উদ্ধার করেছি। ময়না তদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।উদ্ধারকৃত মরদেহটি এক মানসিক প্রতিবন্ধী নারীর।সে দীর্ঘদিন ধরেই মধ্যনগর বাজারে থাকতো।এখনো মরদেহটির কোন আসল পরিচয় পাওয়া পায়নি।