Can't found in the image content. নিজ এলাকায় জুতাপেটা খেয়েছিল পিকে হালদার! | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৫ | ৩০ মাঘ ১৪৩১

EN

নিজ এলাকায় জুতাপেটা খেয়েছিল পিকে হালদার!

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, মে ১৬, ২০২২

নিজ এলাকায় জুতাপেটা খেয়েছিল পিকে হালদার!

প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার। টাকা হাতিয়ে নেয়ার হাতে খড়ি তার জন্মভূমি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দীঘিরচান গ্রাম থেকে। ২০০২ সালে স্থানীয় স্কুল ফান্ডের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠে তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি পিকে হালদারের বিরুদ্ধে। এনিয়ে স্থানীয়রা বিচার বসিয়ে তাকে জুতাপেটা করে বলে দাবি করেন। এই বিচারের পর আর কখনো প্রকাশ্যে এলাকায় দেখা যায়নি পিকে হালদার কে। পিকে হালদারের বাবা পেশায় ছিলেন একজন দর্জি এবং মা ছিলেন একজন শিক্ষিকা। বাবার মৃত্যুর পর মা গ্রামেই থাকতেন, কিন্তু স্কুল অনিয়মের ঘটনার সাথে জড়িত থাকার পর তার মাকে আর গ্রামে রাখেননি পিকে হালদার। ঢাকায় তার কাছে নিয়ে যান। স্থানীয়রা বলছেন, আমরা জানি সে মেধাবী কিন্তু তার মেধা ভাল কাজে ব্যবহার করবেন না সেটাও জানতাম। স্থানীয়রা আরো বলছেন তার কর্মকাণ্ড আমাদের এলাকার সম্মান ক্ষুন্ন করেছে। আমরা তার উপযুক্ত বিচার চাই।