ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

আমরা নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন চাই।

ব্যারিষ্টার মুহম্মদ জমির উদ্দীন সরকার


জাবেদুর রহমান জাবেদ, তেতুলিয়া প্রতিনিধি | আপডেট: সোমবার, মে ১৬, ২০২২

আমরা নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন চাই।
পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ জাতীয় সংসদের সাবেক স্পীকার এবং বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার বলছেনে, আমরা নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন চাই। দেশে আইনের শাসন নাই, আইনের শাসন না থাকলে দেশে শান্তি স্থাপিত হতে পারেনা। জনগণ নিজের মতো ভোট দিতে পারেনা। দেশের উন্নতি করার যে স্তর তা ভেঙ্গে পড়ছে। 

দেশে আজ গণতন্ত্র নেই একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে শেখ হাসিনা সরকার, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির জন্ম হয়েছে।

বিএনপি বোর্ন ফর ডেমোক্রেসি বিএনপি বোর্ন ফর ল। যদি ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন অনুষ্ঠিত হয় তবে জাতীয় সংসদে ৮০ ভাগ আসন পাবে বিএনপি।

রোববার বিকালে তেঁতুলিয়া উপজলো বিএনপির আয়োজনে ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি ও মতবিনিময় সভায় ভজনপুর বেগম খালদো জিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের উপর যতো ঝড় ঝাপ্টা গিয়েছে তারপরও বাংলাদশে বিএনপি সবচয়ে বেশি জনপ্রিয় রাজনৈতিক দল। আমরা সবসময় জনসাধারণকে নিয়েইে কাজ করছি। কাজ করছি সাধারন মানুষরে জন্য। আজকে যত উন্নয়ন দেখা যাচ্ছে সব হয়েছে বিএনপি সরকারের আমলে। বিএনপি জনগণরে রাজনীতিতে বিশ্বাসী। ব্যাক্তিগত স্বার্থ উদ্ধাররে জন্য কেউ বিএনপি করেনা। 

তিনি আরো বলেন, যারা ক্ষমতায় আছনে তারা বিদেশীদের সাহায্য না নিয়ে পুলিশের সাহায্য না নিয়ে সরকারী চাকুরী জীবিদের সাহায্য না নিয়ে মাঠে এসে দাঁড়াক তাহলেই বোঝা যাবে তারা কোথায় আছে আর আমরা কোথায় আছি।

আওয়ামীলীগক উদ্দেশ্য করে ব্যারিষ্টার জমির উদ্দীন সরকার বলেন বাংলাদেশ কারও কাছে মাথা নিচু হয়ে থাকতে পারেনা। দেশটাকে আপনারা ডুবিয়েছেন। আপনাদের নিজেদের ভিতরেই অনেক দন্দ্ব রয়েছে। আমাদের প্রয়োজন একটি নিরপক্ষে নির্বাচন। নির্বাচন যদি আওয়ামীলীগরে অধীনে হয় তাহলে আবারও আগের মতই হবে।

নিরপেক্ষ সরকাররে হাতে নিরপেক্ষ নির্বাচন দিন, মানুষ যাকে পছন্দ করবে তারাই দেশ চালাবে। আপনারা ১৫ বছর ধরে ক্ষমতায় আছেন তারপরও আপনাদেরকে মানুষ ভোট দিতে চায়না কেন? আমরা শাসনে বিশ্বাসী নই, গনতন্ত্রে বিশ্বাসী।

উপজেলা বিএনপির আহবান শাহাদৎ হোসেন রঞ্জুর সভাপতিত্বে ও সদস্য সচিব রেজাউল করিম শাহিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার নওশাদ জমির, নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার মীর হেলাল উদ্দিন, এ্যাডভোকেট রীনা পারভীন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহবায়ক এমএ মজিদ, এ্যাডভোকেট আদম সুফি, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক লায়লা আঞ্জুমান বানু মুক্তি প্রমূখ।