লক্ষ্মীপুরের কমল নগর উপজেলা আওয়ামী লীগের গতকালের সম্মেলনে সমজোতা না হওয়ায় আজ কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। আওয়ামী লীগের তৃণমূলের কাউন্সিলর ও প্রার্থীরা সমঝোতা না মানায় গতকাল কমিটি ঘোষণা ছাড়াই বৃহস্পতিবার শেষ হয়েছে। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। আজ শুক্রবার বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তৃণমূলের কাউন্সিলরা ভোট দিয়ে নেতা নির্বাচন করেন। এতে সভাপতি পদে নিজাম উদ্দিন চেয়ারম্যানকে নির্বাচিত করা হয়। এবং সাধারণ সম্পাদক পদে এডভোকেট নুরুল আমিন রাজুকে নির্বাচিত করা হয়।
গতকাল সম্মেলনের প্রথম অধিবেশন শেষে প্রার্থীদের মধ্যে সমঝোতার মাধ্যমে কমিটি করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু নেতা–কর্মীরা সমঝোতার কমিটি চান না। তাঁদের দাবি ছিল তৃণমূলের কাউন্সিলরদের ভোটে যেন নেতা নির্বাচন করা হয়। এ জন্য আজ শুক্রবার ভোট গ্রহণের ঘোষণা দিয়ে অধিবেশন মুলতবি করা হয়।
জানা যায় দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হয় কমলনগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। এ সম্মেলনকে ঘিরে নেতা–কর্মীরা উজ্জীবিত হয়েছেন। এদিকে আনন্দ উৎসবের মধ্য দিয়ে পদ প্রত্যাশীদের ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো কমল নগর উপজেলা। সম্মেলনের তারিখ ঘোষণার পর থেকেই জেলা ও কেন্দ্রীয় নেতাদের কাছে তাঁদের দৌড়ঝাঁপ শুরু হয়।
নির্বাচিতরা বলেন আমাদের সমঝোতার প্রস্তাব দেয়া হয়েছিল এবং ইচ্ছে মত কমিটি চাপিয়ে দিলে নেতা-কর্মীরাও তা মেনে নেবেন না। আমাদের দাবি একটাই ছিল ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা। তৃণমূল যাকে নির্বাচিত করবে, তাঁকে আমরা মেনে নেব।
কমলনগর উপজেলার হাজিরহাট উপকূল সরকারি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ। প্রধান বক্তা ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী।
কাউন্সিলর হিসেবে উপজেলার ৯টি ইউনিয়নের ৩১ জন করে ২৭৯ এবং উপজেলা কমিটির ৮২ জনসহ ৩৬১ জনকে তালিকাভুক্ত করা হয়েছে। উপজেলার সকল ইউনিয়নের নেতারা জানান, তাঁরা এবারের সম্মেলনে সমঝোতার কমিটি চান না। তাঁদের দাবি নেতা-কর্মীদের মতামতে নেতা নির্বাচন হোক।
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী বলেন, তৃণমূলের মতামতের ভিত্তিতেই আজ কমিটি গঠন করা হয়েছে। সেভাবেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে ।