ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়লো আমদানি পণ্যের কনটেইনার

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শুক্রবার, মে ১৩, ২০২২

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়লো আমদানি পণ্যের কনটেইনার
চট্টগ্রাম বন্দরের জেটিতে থাকা একটি আমদানি পণ্যের কনটেইনারে আগুন লেগে পুড়ে গেছে। 

আজ শুক্রবার সকাল ১০টার দিকে কনটেইনারটিতে আগুন লাগে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

জানা গেছে, ইয়ার্ডের জেটিতে থাকা কনটেইনারের ভেতরে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণ করে। তবে, কনটেইনারের ভেতরে থাকা জিনিসপত্র পুড়ে গেছে। এতে কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে সেটা এখনো জানা যায়নি। 

বন্দরের সচিব ওমর ফারুক জানান, আগুনের ঘটনা তদন্তে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে।

এ ছাড়া তিনি বলেন, 'আগুন লাগার পর বন্দর ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করে এবং আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে, সে কারণে আগুন লাগা কনটেইনারটিকে অন্যান্য কনটেইনার থেকে আলাদা করা হয়েছে। ভেতরে কী ধরনের পণ্য ছিল সেটা সঠিকভাবে জানা যায়নি। তবে, ধারণা করা হচ্ছে ইলেক্ট্রনিক্স পণ্য; ট্রাইসাইকেলের পার্টস ও ব্যাটারি ছিল সেগুলো পুড়ে গেছে।'