Can't found in the image content. ধর্মপাশায় ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

ধর্মপাশায় ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা

ধর্মপাশা প্রতিনিধি | আপডেট: শুক্রবার, মে ১৩, ২০২২

ধর্মপাশায় ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা

সুনামগঞ্জের ধর্মপাশায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর খেলা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, পল্লী জীবিকায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম সোহাগ, সমাজসেবা কর্মকর্তা গিয়াস উদ্দিন, জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক খান, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক নির্মল সরকার, ক্রীড়া ব্যক্তিত্ব তরিকুল ইসলাম পলাশ, পাখি চন্দ্র সিংহ প্রমুখ।

আগামী ১৭ মে থেকে ধর্মপাশায় এ টুর্নামেন্ট শুরু হবে।