Can't found in the image content. লক্ষ্মীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রী ছেলে সহ নিখোঁজ ঘরের মেঝেতে রক্তের চাপ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

লক্ষ্মীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রী ছেলে সহ নিখোঁজ ঘরের মেঝেতে রক্তের চাপ

লক্ষ্মীপুর প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, মে ১২, ২০২২

লক্ষ্মীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রী ছেলে সহ নিখোঁজ ঘরের মেঝেতে রক্তের চাপ
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ছেলে মেহেদি হাসানসহ অন্তঃসত্ত্বা রোকসানা আক্তারের নিখোঁজের ঘটনায় স্বামী আনোয়ার হোসেনসহ ৭ জনকে আটক করেছে পুলিশ । ওই ঘরের মেঝেতে রক্তের দাগ লেগে থাকায় ঘটনাটি রহস্যজনক ভেবে  স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।

গতকাল বুধবার ১১ মে দুপুর ও রাত ৯টার দিকে পুলিশ খবর পেয়ে উপজেলার চররমিজ ইউনিয়নের চরআফজল গ্রাম থেকে ৭ জনকে আটক করে পুলিশ। আটক আনোয়ার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরআফজল গ্রামের বাসিন্দা ও পেশায় দিনমজুর বলে জানা যায়। এঘটনার বিষয়ে পুলিশ ও স্থানীয় তথ্য  সূত্র জানায়, মঙ্গলবার ১০ মে রাতের খাবার শেষে আনোয়ার ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী রোকসানা একসঙ্গে ঘুমিয়ে পড়েন। 
কিন্তু সকালে প্রতিবেসিরা  ঘুম থেকে উঠে ছেলে মেহেদিসহ রোকসানাকে বিছানায় দেখতে পায়নি। আশপাশে খুঁজেও তাদের সন্ধান মেলেনি। বিষয়টি প্রতিবেশীদেরকেও জানানো হয়। একপর্যায়ে আশপাশের লোকজন ঘরে এসে মেঝেতে রক্ত দেখতে পান। এতে তারা তাৎক্ষণিক পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পৌঁছে দুপুরে ৪ জনকে আটক করে। পরে রাত ৯টার দিকে ঘটনাস্থল থেকে আরও ৩ জনকে আটক করা হয়।

চররমিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম দিদার বলেন, ঘটনাটি রহস্যজনক। কখন থেকে মা-ছেলে নিখোঁজ তা সঠিক বলা যাচ্ছে না। মেঝেতে লেগে থাকা রক্ত থেকে গন্ধও ছড়াচ্ছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে।