Can't found in the image content. বাকেরগঞ্জে শাশু‌ড়িকে গলা কেটে হত্যা করলো পুত্রবধূ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

বাকেরগঞ্জে শাশু‌ড়িকে গলা কেটে হত্যা করলো পুত্রবধূ

বাকেরগঞ্জ প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, মে ১২, ২০২২

বাকেরগঞ্জে শাশু‌ড়িকে গলা কেটে হত্যা করলো পুত্রবধূ
ব‌রিশালের বাকেরগঞ্জে ঘুমন্ত শাশুড়ির গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। পা‌রিবা‌রিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তথ্য-উপাত্ত থেকে নিশ্চিত হওয়া গেছে।

এ ঘটনায় পুত্রবধূ লাবণ্য আক্তারকে আটক করেছে বাকেরগঞ্জ থানা পু‌লিশ।১১ মে বুধবার রা‌ত সাড়ে ১০টার দিকে উপজেলার রঙ্গশ্রী ইউ‌নিয়নের কাঁঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম নাজনীন বেগম (৫০)। তিনি ওই এলাকার মৃত হা‌নিফ হাওলাদারের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, উজ্জ্বল হাওলাদারের স্ত্রী লাবণ্য আক্তার শাশুড়ির সঙ্গে একই ঘরে বাস করতেন। উজ্জ্বল ও তার ছোট ভাই রাজু হাওলাদার ঢাকায় থাকেন। তারা দুই ভাই ঈদ শেষে ১০ এপ্রিল ঢাকায় ফিরে যান।নিহতের ভাসুর কালাম হাওলাদার জানান, ‘বুধবার রাতে ছেলে উজ্জ্বল ফোন দিয়ে জানায় তার মা ফোন ধরছেন না। ঘরে গিয়ে তার মায়ের খোঁজ নিতে বলেন তাকে। ঘরের সামনে গিয়ে দরজা বন্ধ দেখে পেছনের খোলা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করেন কালাম হাওলাদার। তখন চৌকির পাশে মশারিতে প্যাঁচানো রক্তাক্ত অবস্থায় নাজনীনের মরদেহ দেখতে পান তিনি। পরে স্থানীয় থানা পু‌লিশ খবর দেয়া হয়।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আলাউ‌দ্দিন মিলন জানান, স্থানীয়দের বরাতের ভিত্তিতে পুত্রবধূকে আটক করা হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে মশা‌রির মধ্যে রক্তাক্ত অবস্থায় মরদেহ পেয়েছি। আটক নারীর  রক্তে ভেজা  কাপড় চাউল বোঝাই ড্রামের নিচে লুকিয়ে রাখা হয়েছিলো। সে কাপড় উদ্ধার করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

বাকেরগঞ্জ সার্কেলের এএস‌পি সু‌দীপ্ত সরকার বলেন, ‘প্রাথ‌মিকভাবে ধারণা করা হচ্ছে রান্নার কাজে ব্যবহৃত ছু‌ড়ি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। পা‌রিবা‌রিক দ্বন্দ্বকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এএস‌পি সু‌দীপ্ত সরকার আরো বলেন, ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা তদন্তে উঠে আসবে। খুনের সাথে জড়িত একজন সন্দেহভাজন আটক করার কথা জানান তিনি।