সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী রাজুর (১৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টায় বাদশগঞ্জ ডিগ্রি কলেজের উত্তরে অর্ধকিলোমিটার দূরে একটি হিজল গাছ থেকে রাজুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। রাজু পাইকুরাটি ইউনিয়নের রায়পুর গ্রামের শরাফ উদ্দিনের ছেলে।
স্থানীয় ও স্কুল ছাত্রের পরিবার সূত্রে জানা যায়, রাজু একই ইউনিয়নের বৌলাম গ্রামে তার বোনের বাড়িতে থেকে পড়াশোনা করতো। গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে রাজু কয়েল কেনার উদ্দেশ্যে স্থানীয় বাজারে যায়। পরে আর সে বাড়ি ফিরেনি। এদিকে মঙ্গলবার সকালে স্থানীয়রা রাজুর মরদেহ গাছের ডালে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ সকাল ১১টার দিকে রাজুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। স্কুল ছাত্রের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের আবেদন করায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।