Can't found in the image content. 'অশনি'র প্রভাব ঝালকাঠিতে | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪ |

EN

'অশনি'র প্রভাব ঝালকাঠিতে

ঝালকাঠি, প্রতিনিধি | আপডেট: সোমবার, মে ৯, ২০২২

'অশনি'র প্রভাব ঝালকাঠিতে
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় 'অশনি'র প্রভাব পরতে শুরু করেছে দক্ষিণের জেলা ঝালকাঠিতে। 

সোমবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও, বেলা বাড়ার সাথে সাথে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। বাতাসের গতিবেগ না থাকলেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে জেলার বিভিন্ন এলাকায়। 

সুগন্ধা, বিষখালী এবং হলতা নদীর পানি স্বাভাবিকের চেয়ে অনেকটা বেড়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, নদীর পানি বৃদ্ধি হলেও এখন পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি। 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঝালকাঠি পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন বলেন, সোমবার দুপুর পর্যন্ত সুগন্ধা নদীর পানি'র উচ্চতা ছিলো ১.১৫ মিটার। 

এতে কৃষকরা রবি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন। জেলার ফসলের মাঠগুলোতে মুগ ডাল এবং বোরো ধান রয়েছে। এর মধ্যে মাঠে থাকা ৮০ ভাগ ধান কাটার উপযোগি হয়েছে বলেও জানিয়েছে কৃষি বিভাগ।

ঝালকাঠি জেলা দুর্যোগ ব্যাস্থাপনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. জোহর আলী ফ্রিডমবাংলাকে জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রাথমিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিপদসংকেত বাড়লে জেলা প্রশাসকের দূর্যোগবিষয়ক সভা করে পরবর্তী প্রস্তুতি গ্রহণ করা হবে।