Can't found in the image content. লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পথচারীর | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪ |

EN

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পথচারীর

লক্ষ্মীপুর প্রতিনিধি | আপডেট: সোমবার, মে ৯, ২০২২

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায়  প্রাণ গেল পথচারীর
লক্ষ্মীপুরের কমল নগর  উপজেলায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ রোববার ৮ মে সকাল ৮টার ঘটিকার দিকে লক্ষ্মীপুর-রামগতি মহা সড়কের উপজেলার তোরাবগঞ্জ নামক এলাকায় এ মর্মান্তিক  দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম উপজেলার চরলরেন্স গ্রামে বাসিন্দা ছিলেন। পেশায় তিনি কৃষক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নুরুল ইসলাম রাস্তা পার হচ্ছিলেন। এসময় রামগতি থেকে ছেড়ে আসা হিমাচল পরিবহনের একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

দুর্ঘটনা সম্পর্কে জানতে চাইলে  কমল নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, দুর্ঘটনা ঘটিয়ে বাস দ্রুতবেগে ঘটনা স্হল থেকে চলে যায়।  তাই বাস ও চালককে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনি  পদক্ষেপ নেয়  হবে অতি দ্রুত।