Can't found in the image content. বোয়ালমারীতে শাহানা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

বোয়ালমারীতে শাহানা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

জেলা প্রতিনিধি | আপডেট: সোমবার, মে ২, ২০২২

বোয়ালমারীতে শাহানা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ
"মানবতার সেবা করার জন্য "এই স্লোগান কে সামনে রেখে লিনা জামান নিজের মায়ের নামে প্রতিষ্ঠিত করেন শাহানা ফাউন্ডেশন।হতদরিদ্রদের মুখে হাঁসি ফোটানোই এই ফাউন্ডেশনের উদ্যেশ্য।

হত-দরিদ্রদের সহোযোগিতার অংশ হিসেবে, 
পবিত্র ঈদ-উল ফিতর কে সামনে রেখে ১ লা মে  (রবিবার) সকাল ১১ টায় বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারে চাইল্ড কেয়ার কিন্ডার গার্ডেন প্রাঙ্গনে শাহানা ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক হত-দরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী শাড়ী,লুঙ্গী,ও পাঞ্জাবী বিতরণ করা হয়।

শাহানা ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মাদ রাসেল এর সার্বিক ব্যবস্থাপনায়, 
ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোয়ালমারী উপজেলা পরিষদেরর ভাইস-চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মো.ইস্রাফিল মোল্যা, সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা সরকারি কলেজ এর সহকারী অধ্যাপক মাহিদুল হক।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহস্রাইল বাজার বনিক সমিতির সভাপতি, মো.চুন্নু বিশ্বাস,দৈনিক আমার সংবাদ এর বোয়ালমারী প্রতিনিধি তৈয়বুর রহমান কিশোর,দৈনিক সময়ের কাগজ এর বোয়ালমারী প্রতিনিধি,ফ্রিডম বাংলা নিউজ এর জেলা প্রতিনিধি  সৈয়দ তারেক মো.আব্দুল্লাহ্, শাহানা ফাউন্ডেশনের বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি মহব্বত মুন্সী,সাধারন সম্পাদক, ইমদাদুল হক মিলন, সদস্য সৈয়দ সাগর আলী প্রমুখ।