Can't found in the image content. ঈদ সামগ্রী পেল দেড় শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবার | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

ঈদ সামগ্রী পেল দেড় শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবার

নিজস্ব প্রতিবেদক | আপডেট: রবিবার, মে ১, ২০২২

ঈদ সামগ্রী পেল দেড় শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবার
বরগুনার আমতলীতে কাঁশবন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (কেডিএফ) নামে একটি বেসরকারী সংস্থার উদ্যোগে দেড় শতাধিক অসহায় ও দুঃস্ত পরিবারের মাঝে ঈদ পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ (শনিবার) সকাল ১০টায় পূর্ব কেওয়াবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ওই সংস্থার নির্বাহী পরিচালক আসলাম শাওনের সভাপতিত্বে ঈদ পণ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোঃ ফারুক হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুয়ারীপাড়া সরকারী কলেজ ঢাকা সহকারী অধ্যাপক (বাংলা) মোঃ নাসির মাহমুদ, মালয়েশিয়া প্রবাসী মোঃ আবু হানিফ, রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক হায়াতুজ্জামান মিরাজসহ স্থাণীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতি বছরের ন্যায় এ বছরও কেওয়াবুনিয়া গ্রামের দেড় শতাধিক অসহায় ও দুঃস্ত পুরুষ ও মহিলাদের মাঝে ঈদ পণ্য সেমাই, চিনি, গুড়া দুধ ও সাবান বিতরণ করা হয়। পরে উত্তর কেওয়াবুনিয়া নেছারিয়া হাফেজিয়া লিল্লাহ বোর্ডিং ও মাদ্রাসায় ১০ জেল কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।