জীবীকার ত্যাগীদে প্রায় ৫বছর আগে রাঙামাটিতে যায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হলিদাকান্দা গ্রামের বাসিন্দা মোঃ জালাল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৩৩)। পরিবারের অভাব অনটন গুছাতেই তিনি রাঙামাটিতে যান। তিনি রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় বসবাস করতেন।
আজ (২৮এপ্রিল) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটি আসামবস্তী টু কাপ্তাই রোডে বড়াদম এলাকায় এলজিইডির নির্মাণাধীন সেতুর ঢালাইয়ের কাজ করছিল শ্রমিকরা। এ সময় হঠাৎ সেতুটি ধসে নিচে পড়ে যায়। ধসে পড়লে এর নীচে চাপা পড়ে নির্মাণ শ্রমিক রফিকুল ইসলামের (৩৩) মৃত্যু হয়। এতে ঢালাই ও সেন্টারিংয়ের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় প্রায় ৪০জন শ্রমিক। পরে অন্য শ্রমিকরা আহত শ্রমিকদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাঙামাটি রাজবাড়ি সদর হাসপালে নিয়ে যাওয়া হয়।এ সময় কর্তব্যরত চিকিৎসক ডাঃ ত্রিরতন চাকমা নির্মাণ শ্রমিক রফিকুল ইসলাম কে মৃত ঘোষণা করেন।
মৃত রফিকুলের পরিবার ও সামাজিক যোগাযোগ মাধ্যম সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটি আসামবস্তী টু কাপ্তাই রোডে বড়াদম এলাকায় নির্মাণাধীন সেতুর স্পেন ঢালাই করার সময় ঢালাই ও সেন্টারিং ধসে পড়ে যায়।
মৃত রফিকুল ইসলামের মামা ডাঃ সবুজ আহমেদ বলেন, রাঙামাটিতে লাশের প্রথম জানার নামাজ পড়ার পর সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় গ্রামের বাড়িতে এনে দ্বিতীয় জানার নামজ পড়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।