সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আলমগীর কবির কে সভাপতি ও বদরুল হুদা চৌধুরী রাসেলকে সাধারণ সম্পাদক ঘোষণা করে সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ই এপ্রিল) দুপুরে সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল হুদা রাসেলের সঞ্চালনায় ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বাবু মনিন্দ্র চন্দ্র তালুকদার, সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররম হোসেন তালুকদার, পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক আরিফুর রহমান দিলীপ,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমান,পাইকুরাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এডভোকেট একরাম হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ,ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।