ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

ফুলবাড়ীতে ভিজিএফ এর চাল বিতরণ।

মেহেদী হাসান, ফুলবাড়ী, দিনাজপুর | আপডেট: শুক্রবার, এপ্রিল ২৯, ২০২২

ফুলবাড়ীতে ভিজিএফ এর চাল বিতরণ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ দিনাজপুরের ফুলবাড়ীতে ভিজিএফ'র চাল বিতরণ করা হয়েছে।
পৌর এলাকার ৯টি ওয়ার্ড এর ৪হাজার৬২১ জন দুস্থ্য পরিবারের মাঝে ভিজিএফ এর এই চাল বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ফুলবাড়ী গোলাম মোস্তফা (জি এম) পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে চাল 

বিতরণ কর্মসূচি  প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। 

পৌর মেয়র আলহাজ্ব মো. মাহমুদ আলম লিটন এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলী, নির্বাহী প্রকৌশলী মো. লুৎফুল হুদা চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম, কাউন্সিল হারান দত্ত, কাউন্সিলর মো.মাজেদুর রহমান, কাউন্সিলর মো.আতাউর রহমান, কাউন্সিলর মো. মনতাজুর রহমান পারভেজ, কাউন্সিলর মো.হাসানুর রহমানসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ফুলবাড়ী নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুলের ভাইস প্রিন্সিপাল ও ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আশরাফ পারভেজ।

অত্যন্ত সুশৃঙ্খলভাবে ৬টি বুথের মাধ্যমে পৌর এলাকার ৯টি ওয়ার্ড এর ৪৬২১ জন অসহায় দুস্থ নারী-পুরুষের মাঝে ভিজিএফ এর চাল জনপ্রতি ১০ কেজি করে বিতরণ তদারকি করেন পৌর মেয়র আলহাজ্ব মো. মাহমুদ আলম লিটন।