Can't found in the image content. ধর্মপাশায় অসহায় প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪ |

EN

ধর্মপাশায় অসহায় প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

ধর্মপাশা প্রতিনিধি | আপডেট: শুক্রবার, এপ্রিল ২৯, ২০২২

ধর্মপাশায় অসহায় প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ৪৫জন গরীব, অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

আজ (২৮এপ্রিল) বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলা সমাজসেবা কার্যালয় কতৃক এই ঈদ উপহার সামগ্রী বিতরণ হয়।

৪৫ জন গরীব, অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী নারী-পুরুষ এর মাঝে শাড়ি-লুঙ্গি এবং ১কেজি চিনি, ৬০০ গ্রাম লাচ্ছা সেমাই ও ২৫০ গ্রাম দুধ সহ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও ৪ হাজার ৫০০ টাকা করে দুজন কে নগদ ৯ হাজার টাকা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গিয়াস উদ্দিন। এছাড়াও সাংবাদিক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।