Can't found in the image content. খাগড়াছড়িতে উদযাপিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪ |

EN

লিগ্যাল এইড কমিটির আয়োজনে

খাগড়াছড়িতে উদযাপিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস

মো. মাইন উদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, এপ্রিল ২৮, ২০২২

খাগড়াছড়িতে উদযাপিত হয়েছে  জাতীয় আইনগত সহায়তা দিবস
বিনা খরচে নিন আইনি সহায়তা শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা  এই প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলা লিগ্যাল এইড কমিটি কর্তৃক বর্নাঢ্য অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে।

আয়োজনের অংশ হিসেবে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে সকাল ৯টায় জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীতে  শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার  চেয়ারম্যান মোহাম্মদ শাহীন উদ্দিন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপু, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ওমর ফারুক সুজন, খাগড়াছড়ি জেলা বার সমিতির সভাপতি ও জেলা পরিষদ সদস্য এ্যডভোকেট আশুতোষ চাকমা, জেলা বার সমিতির সাধারন  সম্পাদক এ্যডভোকেট আকতার উদ্দিন মামুনসহ খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আদালতের সকল বিজ্ঞ বিচারকবৃন্দ , কর্মকর্তা-কর্মচারী, বিজ্ঞ প্যানেল আইনজীবী, বিশিষ্ট নাগরিক, সামাজিক ব্যক্তিত্ব, সাংবাদিক অংশগ্রহন  করেন।  র‌্যালিটি  শহরের প্রধান প্রধন সড়ক প্রদক্ষিণ করে জজকের্ট প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালীতে সচেতনতামূলক বিভিন্ন ফেস্টুন, প্লে কার্ড প্রদর্শন করা হয়েছে।  র‌্যালী শেষে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ শাহীন উদ্দিন জাতীয় আইনগত সহায়তা কার্যক্রমকে জনসাধারনের কাছে পৌছে দেয়ার আহবান জানান।