দীর্ঘ ৪ বছর পর সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ। মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যের যৌথ স্বাক্ষরে বর্তমান কমিটির সভাপতি দীপংকর কান্তি দে-কে সভাপতি ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনকে সাধারণ সম্পাদক করে ২৯৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেয়া হয়।
উক্ত কমিটিতে আমাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই ও বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য দাদার প্রতি।
আমি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান ভাইয়ের প্রতি।
আমি আমার দায়িত্ব পালনে সর্বদা জননেত্রী দেশরত শেখ হাসিনার প্রশ্নে আপোষহীন নীতিতে অটল থাকবো।