ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ৬ ঘণ্টা অবরুদ্ধ

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: শুক্রবার, সেপ্টেম্বর ৩, ২০২১

গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ৬ ঘণ্টা অবরুদ্ধ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ করে বিক্ষোভ দেখিয়েছে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা।

 

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মাস্টাররোলের কর্মচারীরা আন্দোলনকারীরা উপাচার্য রেজিস্ট্রারের দপ্তরের ফটকে তালা লাগিয়ে দেন। ঘণ্টা পরও তিনি অবরুদ্ধ অবস্থায় ছিলেন বলে খবর পাওয়া যায়।

 

এর আগে গত ১৬ জুন একই দাবিতে তারা উপাচার্যকে তার আফিসে ঘণ্টা অবরুদ্ধ করেছিলেন।

 

আন্দোলনকারী কর্মচারী রফিক বলেন, “জুলাই মাস থেকে আমরা বেতন বঞ্চিত। ভিসি আমাদের জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ফান্ডে টাকা নাই তাই তিনি বেতন দিতে পারবেন না।

 

১৬ জুন তাকে অবরুদ্ধ করার পর তিনি আমাদের আশ্বাস দেন। তারপর আমরা অবরোধ প্রত্যাহার করি কিন্তু তিনি সেই কথা রাখেন নি। এখন তিনি বেতন নিয়ে নয়-ছয় করছেন, আমাদের নিয়ে তার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নাই।

 

অপরদিকে দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে।

 

উপাচার্য অধ্যাপক . একিউএম মাহবুব বলেন, মাস্টাররোলের কর্মচারীদের কোনো বৈধতা নাই। আগের ভিসি বিশ্ববিদ্যালয়ের ঘরের কিছু লোক আছে। তারা বাণিজ্য করে এদের বিশ্ববিদ্যালয়ে ঢুকাইছে।

 

তারা অবৈধ, তাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই, তাদের কোনো কাগজপত্রও নেই।

 

বিষয়টি ইউজিসিকে জানানোর কথা বলে তিনি জানান, ইউজিসি তাদের ব্যাপারে এখানো সিদ্ধান্ত দেয়নি।