Can't found in the image content. বরিশালে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

বরিশালে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

আল মামুন, বরিশাল প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, এপ্রিল ২৮, ২০২২

বরিশালে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
বরিশালের মুলাদী উপজেলা সদরের দক্ষিণ চরডাকাতিয়া এলাকায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।

বুধবার দুপুরে তাদের মর্মান্তিক এই মৃত্যু হয়। মৃত দুই শিশু হলো- উপজেলার চরডাকাতিয়া এলাকার সুমন খানের ছয় মাস বয়সী ছেলে আরিয়ান খান এবং আব্দুল জব্বার খানের আড়াই বছর বয়সী মেয়ে শারিকা।

মুলাদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউসুফ জানান, পরিবারের সবার অজান্তেু পুকুর পাড়ে বসে ওই দুই শিশু খেলা করছিল।  দুপুর ১২টার দিকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। পরবর্তী সময়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।